নতুন বছরে নতুন গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী আয়েশা জেবীন দিপা। মঙ্গলবার বিকেলে ‘সেলফি’ শিরোনামে নতুন এই মৌলিক গানটি মুক্তি পেয়েছে।
কুতুব আফতাবের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ।
সম্প্রতি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে শিল্পী নিজেই মডেল হয়েছেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানটি প্রসঙ্গে দিপা বলেন, শ্রদ্ধেয় গীতিকবি কুতুব আফতাব তার লেখা গান ও কবিতা ফেসবুকে প্রকাশ করেন নিয়মিত, সেখান থেকেই বেশ পছন্দ হয় ‘সেলফির’ গানের কথাগুলো। গানটি গাইতে ইচ্ছা প্রকাশ করে যোগাযোগ করলে কুতুব আফতাবও রাজি হয়ে যান। তারপর থেকেই মিউজিক ভিডিওর পরিকল্পনা করি। আশা করছি দর্শক শ্রোতাদের ভালো লাগবে গানটি।
বিডি প্রতিদিন/হিমেল