তারকা দেখলেই তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাৎজি। তারকাদেরও হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে জয়া বচ্চন তেমন নন। তার ছবি তোলার অপরাধে পাপারাৎজির সঙ্গে খারাপ ব্যবহারের বদনাম জয়া বচ্চনের নতুন নয়। অনেকেই পিছনে কটাক্ষ করে বলেন, 'বদমেজাজী জয়া'। ফের একবার একই কাণ্ড ঘটালেন তিনি, পাপারাৎজি দেখে বেজায় চটলেন জয়া বচ্চন।
সম্প্রতি জয়া বচ্চন গিয়েছিলেন ডেন্টাল ক্লিনিকে। তিনি গাড়ি থেকে নামতেই ঝলসে ওঠে ক্যামেরা। তখনই জয়া বচ্চন গেলেন ক্ষেপে। তিনি বলেন, আপনারা এখানেও পৌঁছে গেছেন? কী করে বুঝলেন? বর্ষীয়ান অভিনেত্রীর কথায় ক্ষমা চেয়ে নেন পাপারাৎজি। তাদের বলতে শোনা গেল, জয়ার গাড়ি দেখে তারা চিনতে পেরেছিলেন।
পাপারাৎজিরা ছবি তুললে জয়া বচ্চন কেন রেগে যান? এর আগে এ বিষয়ে শ্বেতা বচ্চন নন্দা জানিয়েছিলেন, তার মা আসলে ক্লাস্ট্রোফোবিক। অর্থাৎ তার মায়ের চারপাশে যখন অনেক লোকজন ভিড় করেন, তখন ওনার আলাদাই অনুভূতি হয়। তাকে জিজ্ঞাসা না করে ছবি তুললে তিনি ভীষণ বিরক্ত হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ