ঢালিউড অভিনেতা জিয়াউল রোশানের বাবা আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূঁইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রোশান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল পরিকল্পিভাবে তার লোকজন দিয়ে আমার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। তার সন্ত্রাসী বাহিনীর গুণ্ডারা আগে থেকেই ওত পেতে ছিল।
তিনি অভিযোগ করেন, ‘নৌকা প্রতীক পেয়ে কাজলের লোকজন আমার বাবার ওপর হামলা চালায়। আমার বাবা ছিলেন সড়ক বাজার মায়াবী সিনেমা হল প্রাঙ্গণ এলাকায়। ওরা নৌকা প্রতীক পেয়ে বিজয় মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় ১১ মামলায় থাকা সোহাগ মোল্লার নেতৃত্বে আমার বাবার ওপর হামলা চালানো হয়। সোহাগ মোল্লা আমার বাবার দিকে জুতা ছুঁড়ে মারে। আমরাও তো সরকারি দলের লোক, এর কি বিচার পাব না?’
এর আগে বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা করে ন্যক্কারজনক এ হামলার বিচার চান ঢাকাই সিনেমার এই নায়ক। জানা গেছে, রোশানের বাবা নুরুল হক ভূঁইয়া আওয়ামী লীগ থেকে আখাউড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র কাজল। মনোনয়ন ঘোষণার পরই এই হামলার ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ফারজানা/শফিক