হলিউডের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগারের নাম জড়ালো সড়ক দুর্ঘটনার সঙ্গে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, দু’টি গাড়ির ওপর একটি বড় সোয়াব গাড়ি। পাশেই দাঁড়িয়ে শোয়ার্জনেগার। লস অ্যাঞ্জেলেস টাইমসকে শোয়ার্জনেগারের প্রতিনিধি নিশ্চিত করেছেন, দুর্ঘটনার সময় সোয়াব গাড়িটি ৭৪ বছর বয়সী অভিনেতা শোয়ার্জনেগারই চালাচ্ছিলেন।
দুর্ঘটনার পর এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। দুর্ঘটনা কারা জড়িত ছিলেন তাও জানায়নি পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা