অবস্থার সামান্য উন্নতি হয়েছে লতা মঙ্গেশকরের। তবে বর্ষীয়ান গায়িকা এখনও রয়েছেন আইসিইউতেই। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে তার পরিবার।
করোনায় আক্রান্ত হয়ে গত ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ৯২ বছরের গায়িকা। বয়সজনিত শারীরিক পরিস্থিতির কারণে জটিলতার আশঙ্কায় সেদিন থেকেই তাকে রাখা হয় আইসিইউতে।
গত কয়েক সপ্তাহ ধরেই লতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে গোটা ভারত। তার সুস্থতার প্রার্থনা করছেন অনুরাগীরা। এরই মধ্যে বিভিন্ন সময়ে তার পরিস্থিতি নিয়ে নানা গুজবও রটছে। এদিন গায়িকার অফিসিয়াল টুইটার পেজ থেকে পরিবারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। তাতেই বলা হয়েছে, “লতা মঙ্গেশকারের স্বাস্থ্যের সামান্য উন্নতি ঘটেছে। তবে তিনি আপাতত আইসিইউতেই রয়েছেন।”
গায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে অহেতুক গুজব রটানো থেকে বিরত থাকার আর্জিও জানানো হয়েছে সেই বার্তায়।
আরেকটি পৃথক বিবৃতিতে মঙ্গেশকরের পরিবারের ঘনিষ্ঠ অনুষা শ্রীনিবাসন জানিয়েছেন, প্রত্যেক দিন লতার শারীরিক পরিস্থিতির তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ তা পরিবারের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার সামিল। সকলকে এ বিষয়টি মাথায় রাখার অনুরোধ জানিয়েছেন অনুষা। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম