কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশিত হল সাব্বির নাসিরের গান “ মন আমার কান্দে”। এর আগে সাব্বির কবির অসীম সাহার আরেকটি গীতিকবিতা “টান” এ কণ্ঠ দিয়েছিলেন। টান বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়।
মন আমার কান্দে গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। এ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বিশিষ্ট লোকশিল্পী শাহজাহান মুন্সীও।
সাব্বির নাসির নতুন গানের বিষয়ে বলেন, গানটির আধ্যাত্মিক দিকটিকে মাথায় নিয়ে আমার গানের গুরু ওস্তাদ শাহজাহান মুন্সী আর আমাকে এক সাথে ভিডিওতে রেখেছে প্রীতুল। তার উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি। আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিওটি সকলের ভালো লাগবে ।
বিডি প্রতিদিন/ফারজানা