তৃণমূল আর বিজেপির কোন্দলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাভিঃশ্বাস দশা। দুই দলের মধ্যে চলছে নানা ইস্যুতে আক্রমণ আর পাল্টা আক্রমণ।
এ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব। তিনি বললেন, ‘দলমত নির্বিশেষে যেটা ভুল, সেটা ভুলই।’ আর সেই প্রসঙ্গে তিনি ছুঁয়ে গেলেন রাজনৈতিক সৌজন্যের কথাও। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের রাজৈনৈতিক সহনশীলতার বার্তা দিলেন দেব।
সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েক’টি কর্মসূচিতে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব। সেখানে তিনি বলেন, ‘যাদের পাকা বাড়ি আছে, তারা অনেকে পেয়ে যাচ্ছে (সরকারি প্রকল্পের সুবিধা)। অথচ, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছেন না! এটা তো ভুল।’ দেব আরও বলেন, ‘আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই।’
রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ টানতে গিয়ে দেব বলেন, ‘আমি আর মিঠুন দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!’
উল্লেখ্য, মিঠুন এবং দেব রাজ্য রাজনীতির দুই যুযুধান রাজনৈতিক শিবিরের প্রতিনিধিত্ব করছেন। কিছু দিন আগে দেব এবং মিঠুনের ছবি ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে। ছবিটিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন এবং দেব। দুই বিপরীত দলের দুই নেতার এক ছবিতে কাজ করা নিয়ে বিতর্কও হয়। তবে সন্তর্পণে সেই বিতর্ক এড়িয়েছেন তৃণমূল সাংসদ।
বিডি প্রতিদিন/নাজমুল