‘জিরো’ ছবির পর ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা গেছে শাহরুখ খানকে। তবে ‘পাঠান’ ছবিটি দিয়ে কেন্দ্রীয় চরিত্রে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরছেন কিং খান। সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাঠানের ট্রেলার প্রকাশ করা হয়েছে। পাঠানে শাহরুখের মুখে শোনা গেছে, ‘পার্টি যখন পাঠানের ঘরে হবে তখন পাঠান তো স্বাগত জানাতে আসবেই, সঙ্গে আতশবাজিও নিয়ে আসবে’।
পাঠানে দেশরক্ষার সৈনিক হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। যোদ্ধার ভূমিকায় আছেন দীপিকা। নেতিবাচক চরিত্রে আছেন জন আব্রাহাম। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া।
গান প্রকাশের পরপরই আলোচনায় চলে আসে পাঠান। অনেক বিতর্ক-সমালোচনাও হয়েছে।সেন্সরেও আটকে গিয়েছিল ছবিটি। অবশেষে সব বাধা কেটে গেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি।