ছোটপর্দার সুপারস্টার হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার এই তারকাকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা লি মিন-হো’র বাংলা ডাবিং কণ্ঠে শোনা যাবে। লি মিন-হো অভিনীত ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’ নামে এই ড্রামা সিরিজটি নেটফ্লিক্সের জন্য নির্মিত হলেও এবার বাংলায় ডাবিং করে বায়োস্কোপে প্রকাশ পাবে।
জেলেদের জালে মৎস্যকন্যার আটকে পড়া ও ছেড়ে দেয়া নিয়ে রচিত প্রাচীন চোসন যুগের কিছু কিংবদন্তি কোরীয় লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি নির্মাণ করা হয়েছে। এক যুবকের সাথে মৎস্যকন্যার ভালোবাসার কাহিনী রূপায়িত হয়েছে নাটকে। এসআরকে স্টুডিও এ ধারণকৃত এই সিরিজটির ডাবিং পরিচালনায় রয়েছেন খালিদ হোসেন অভি।
এই নতুন অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, ‘দক্ষিণ কোরীয় এই সিরিজটিতে লি মিন-হো’র কণ্ঠ দেওয়া নতুন এক অভিজ্ঞতা। তার চরিত্রে ভয়েজ দিতে পেরে ভালোই লাগছে। আশা রাখছি, বাংলায় ডাবিংকৃত সিরিজটিও সবার কাছে উপভোগ্য হবে’।
বিডি প্রতিদিন/ফারজানা