‘মেঘনা কন্যা’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী ববি হক। ছবিটি পরিচালনা করবেন ফুয়াদ চৌধুরী। ছবিতে সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে ববিকে। এস জে মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হবে ছবিটি।
জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি বরিশালে ‘মেঘনা কন্যা’ ছবির ক্যামেরা অন হবে। বরিশালে এটিই আমার প্রথম যাওয়া। এর আগে কখনো বরিশালে যাইনি। মেঘনা কন্যা নারীপ্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে নারীদের এগিয়ে যাওয়ার গল্প। আশা করছি, দারুণ একটি ছবি হতে যাচ্ছে ‘মেঘনা কন্যা’’।
ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’, ‘পাপ’, ‘এবার তোরা মানুষ হ’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ববি জানান, ‘বর্তমানে ‘ময়ূরাক্ষী’ ছবির ডাবিং নিয়ে ব্যস্ত আছি। এছাড়া পরিবারকে একটু বেশি সময় দিচ্ছি। কারণ আমার মা ও বোন কয়েকদিন পর আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন’।
বিডি প্রতিদিন/ফারজানা