থ্রিলার ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরতে চলেছেন স্বনামধন্য অভিনেতা আফজাল হোসেন। সিনেমার নাম ‘ওয়ান ইলেভেন’। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আফজাল হোসেন। রহস্যজনক একটি হত্যাকাণ্ড এবং তার রহস্য উদ্ধারকে নিয়ে ছবির কাহিনী।
সিনেমাটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত। আজ বুধবার ফেসবুকে আফজাল হোসেনের সঙ্গে একটি ছবি ফেসবুকে আপলোড করে রিফাত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ওয়ান ইলেভেন। লোডিং...’ গল্প লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।
পরিচালক রিফাত জানিয়েছেন, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। শুটিং হবে ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে।
বিডি প্রতিদিন/ফারজানা