সামাজিক গল্পের নাটক ‘রাগী জামাই’য়ে অভিনয় করেছেন আলমগীর ও তানিয়া বৃষ্টি। পরিচালনা করেছেন মাইদুল রাকিব। প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ১২ জানুয়ারি রাত ১০টায়। পরিচালক মাইদুল রাকিব বলেন, রাগ মানুষকে কতটা সর্বনাশ করতে পারে তাই দেখানো হয়েছে এই নাটকে।
গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি চিত্রনাট্যে নাটকে আরও অভিনয় করেছেন শরিফুল ইসলাম, খায়রুল আলম টিপু, প্রীতি আলভী, আশরাফুল আলম সোহাগসহ অনেকে।
গল্পের নায়ক নিলয় ততটা স্বচ্ছল নয়। তবে রাগী মানুষ হিসেবে এলাকায় দুর্নাম আছে। তার রাগের কারণে এলাকাবাসী, পাড়া-প্রতিবেশী, হাটবাজারের দোকানদার থেকে শুরু করে সবাই ভয় পায়। তার কাছে কেউ কিছু বিক্রিও করতে চায় না। এই রাগী জামাইয়ের কারণে বউও বিরক্ত কিন্তু ভয়ে তিনিও কিছু বলার সাহস পান না। এরপর ঘটে উল্টো ঘটনা। অন্য দিকে মোড় নেয় নাটকের কাহিনী।
বিডি প্রতিদিন/ফারজানা