অনেকদিনের বিরতির পর আবারও পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। তবে বড়পর্দায় নয়, প্রথমবারের মতো তাকে দেখা যাচ্ছে ওটিটিতে। রুবায়েত মাহমুদের পরিচালনায় ‘কাবাডি’ ওয়েব সিরিজের মাধ্যমে বিরতি ভেঙে ফিরেছেন ডিপজল। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) উন্মুক্ত হয়েছে ওয়েব সিরিজটি। যেখানে দর্শকরা নতুন রূপে পেয়েছেন ডিপজলকে।
এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ। এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সঙ্গে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। আরো অভিনয় করেছেন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।
বিডি-প্রতিদিন/শফিক