গত বছরের শেষের দিকে চাউর হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি বিয়ে করতে যাওয়ার খবর। শোনা যায়, এই জানুয়ারিতেই নাকি বিয়ে হওয়ার কথা তাদের। তবে এই দুই তারকার কেউই এ নিয়ে মুখ খুলেননি। অবশেষে বিয়ে মুখ খুলেছেন সিদ্ধার্থ। বিয়ের কথা জিজ্ঞাসা করতেই এই তারকা বললেন, ‘খবরে দেখছি বটে, পড়লাম দু’বার করে দিনক্ষণ, জায়গা। কিন্তু আমার বিয়ে নাকি? আমায় তো কেউ নিমন্ত্রণ করেনি!”
এও জানালেন, লোকে যা খুশি ভাবুন, অসুবিধা নেই। শুধু বিয়ের চেয়ে বেশি তার কাজের খবর নিলেই ভাল হয়। ঠিক এই ভাবেই নিজেদের সম্পর্কটিও লুকিয়ে এসেছেন এত দিন। জিজ্ঞাসা করলেই সিদ্ধার্থ-কিয়ারা বলতেন, আমরা স্রেফ ভাল বন্ধু। এর বেশি কিছু নই। এদিকে, আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ও রাশমিকা মান্দানা জুটি অভিনীত মিশন মজনু। এ ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে, যা নিয়ে রোমাঞ্চিত তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক