হার্ড অ্যাকশন মুভি পাঠানের জন্য নিজেকে ভেঙেচুরে গড়েছেন বলিউড বাদশাহ হিসেবে পরিচিত শাহরুখ খান। তার এমন কাণ্ড ভক্তদেরও মন জয় করেছে।
অনেকে তো এটাকে রীতিমতো বিস্ময়কর ঘটনাই বলছেন। তার এই পরিবর্তনের মুগ্ধ হয়েই এক ভক্ত ফাওজি থেকে পাঠান পর্যন্ত শাহরুখের পরিবর্তনের কয়েকটি ছবি দিয়ে কোলাজ তৈরি করেছেন।
যে ছবিতে দেখা যায় শাহরুখ দাঁড়িয়ে আছেন স্যালুটের ভঙ্গিতে। আর সেই ছবি দেখে আপ্লুত হয়ে পড়েছেন শাহরুখ।
ভক্তের সেই ছবি রিটুইট করে শাহরুখ লিখেছেন, ‘আহা কতো বছর এগুলো দেখিনি। এমন স্যালুটের দৃশ্য সব সময়ই আবেগময়।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল