দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন মেয়ে ঢাকা শহরে আসেন। তারা একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন। তাদের স্বপ্ন যে কোনোভাবে বড়লোক হওয়া। এজন্য বড়লোক ছেলেদের প্রেমের ফাঁদে ফেলতে থাকে। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল ‘গার্লস স্কোয়াড’। ২০২১ সালে প্রথম সিজন প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে নেট দুনিয়ায়। পরের বছর আবার দ্বিতীয় সিজনটিও দর্শক পছন্দ করেন। সাফল্যের ধারাবাহিকতায় আরও জমজমাট গল্পে নতুন আয়োজনে আসছে ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩।
‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খালেদ, নাবিলা ইসলাম, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, শামিমা আফরিন অমি, জেরিন, স্বর্ণলতা, ইমন, মেহেদী হাসান হৃদয় প্রমুখ। নতুন সিজনে দেখা যাবে, ‘গার্লস স্কোয়াড’র এক সদস্যের বিয়ে। সেই বিয়েকে কেন্দ্র করে ঘটতে থাকবে নানা ধরনের মজার ও ফাঁদে পড়ার গল্প।
নির্মাতা মাইদুল রাকিব জানান, ‘লোভে পাপ, পাপে মৃত্যু! এই বার্তাটি নাটকীয়ভাবে দিতে চেয়েছেন।’ আগের দুই সিজন থেকে দর্শকদের প্রচুর রেসপন্স পেয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঢাকা, কক্সবাজার থেকে দেশের বাইরে যেখানে গিয়েছি সেখানে দর্শক ‘গালর্স স্কোয়াড’র কথা বলেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক যেমন ছেলে দর্শকদের মধ্যে নতুন আমেজ তৈরি করেছিল, ‘গার্লস স্কোয়াড’ তেমন মেয়েদের মধ্যে আমেজ তৈরি করেছে। হোটেল রিলাক্স এর আগে পর্যন্ত বঙ্গ অ্যাপের সর্বোচ্চ হিট কনটেন্ট ছিল এটি। তাছাড়া এতে যারা আগে কাস্টিং তারা প্রত্যেকেই নিজেদের চরিত্রের নামে পরিচিতি পেয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক