সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, এবার সিল্ক থেকে তৈরি করা হবে বুলেটপ্রুফ পোশাক। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নিরাপত্তার জন্য সরবরাহ করা হবে এই পোশাক। খবর পিটিআইয়ের।
গবেষকরা জানিয়েছেন, সিল্ক বা রেশম উৎপাদনকারী গুটিপোকার জিনগত পরিবর্তনের মাধ্যমে তাদের থেকে এক ধরনের সিল্ক পাওয়া যাবে, যা দেখতে অনেকটা মাকড়সার জালের মতো। প্রকৃতি থেকে পাওয়া এ সিল্ককে 'অনন্য সম্পদ' হিসেবে উল্লেখ করেছেন মিশিগানের ল্যান্সিংভিত্তিক ক্রেইগ বায়োক্রাফট ল্যাবরেটরিজের সিইও কিম থম্পসন। এটা অনেকটা মাকড়সার জালের মতো প্রাকৃতিক ডিজাইনে তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। সেনাদের জন্য এটা ভিন্নধর্মী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, থম্পসন বিষয়টি নিয়ে ১০ বছর ধরে কাজ করছেন। তার এই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে বলে তিনি আশাবাদী।