পাশ থেকে প্রথমবার দেখলে মনে হবে কুকুর দুটি মা ও মেয়ে। বয়সের পার্থক্য ১২ বছর হলেও ডাচশান্ডস প্রজাতির এই কুকুর দুটির একই ধরনের জিন রয়েছে। এবং তারাই হচ্ছেন ব্রিটেনের প্রথম ক্লোনড কুকুর। খবর ডেইলি মেইলের
ঠিক একই ধরনের ক্লোনড কুকুর জন্মদানের লক্ষ্যে বিজ্ঞানীরা উয়িনি নামে বয়স্ক কুকুরটি থেকে একটি চামড়ার নমুনা [স্কিন স্যাম্পল] নিয়েছিলেন। নমুনা থেকে বিজ্ঞানীরা প্রথমে একটি জিনগতভাবে একই ধরনের বৈশষ্ট্যিসম্পন্ন এমব্রিও [ভ্রূণ] তৈরি করেন। আর এ এমব্রিও থেকে গত মার্চে জন্ম হয় মিনি-উয়িনির [উয়িনির ক্লোনড কুকুর]।
মিনি-উয়িনিকে গত পাঁচ মাস ধরে দক্ষিণ কোরিয়ায় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। অবশেষে গত শনিবার তাকে ব্রিটেনে নিয়ে এসে মালিকের কাছে হস্তান্তর করা হয়।
কুকুর দুটির মালিক ২৯ বছর বয়সী রেবেকা স্মিথ। ব্রিটেনে সাধারণত ক্লোনিং প্রক্রিয়ায় কোনো প্রাণীর জন্ম দিতে প্রায় ৬০ হাজার পাউন্ডের মতো খরচ পড়ে। কিন্তু রেবেকার এজন্য কোনো খরচা করতে হয়নি কারণ একটি প্রতিযোগিতায় জয়ী হয়ে তিনি বিনামূল্যেই উয়িনির ক্লোনড আরেকটি কুকুর উৎপাদন করিয়েছেন।