নতুন এক আকাশযানের দেখা পেলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের নাগরিকরা। যানটি ভিনগ্রহবাসীর বলে ধারণা করছেন সবাই! সোমবার রাতে টেক্সাসের মেঘলা আকাশে দেখা মেলে নতুন এ যানের। অনেকেই এ যানের ছবি তুলে তাদের টুইটারে পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, উজ্জ্বল এক বৃত্তাকার বস্তু আকাশে ভেসে বেড়াচ্ছে। টেক্সাসের বিভিন্ন এলাকা থেকে বস্তুটি দেখা গেছে।
হাউজটন মিউজিয়াস অব ন্যাচারাল সায়েন্সের সহ-সভাপতি জ্যোর্তিবিজ্ঞানী ড. কারোলিন সামনারস বলেন, যানটি দেখে মনে হয় না কেউ মজা করতে এমন করছে। সহজেই বলা যায় যানটি এলিয়েন বা ভিনগ্রহবাসীর।
তিনি আরো জানান, জিনিসটি দেখে সবারই কৌতূহল হচ্ছে। সবাই জানতে চাচ্ছে জিনিসটি কি। কিন্তু আমাদের ইতিহাস বলে এরকম কোনো জিনিসের ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত করতে পারিনি। এর ব্যাপারেও মনে হচ্ছে তাই হবে।