মস্কোর বিখ্যাত কোতেলোনিচেস্কায়া এমব্যাংকমেন্ট ভবনের ১৭৬ মিটার উঁচু স্তম্ভের শিখরে কাস্তে-হাতুড়িসমেত সোভিয়েত তারায় ইউক্রেনের পতাকা ও পতাকার নীল-হলুদ রং চোখে পড়েছে নগরবাসীর। ইউক্রেনের স্বাধীনতা দিবসের তিন দিন আগে এ ঘটনা ঘটানো হলো।
বুধবার সকালে দিনের আলোয় সবার নজরে আসে ইউক্রেনের এই পতাকা। অবশ্য কর্তৃপক্ষ দ্রুতগতিতেই মস্কোর কোতেলোনিচেস্কায়া এমব্যাংকমেন্ট ভবনের স্তম্ভ থেকে ওই পতাকা নামিয়ে ফেলে এবং সোভিয়েত তারাকে পুনরায় আগের রঙে ফিরিয়ে আনে।
এ ঘটনায় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা না গেলেও এটা স্পষ্ট যে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান সংকটে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোই এই গেরিলা অ্যাকটিভিজমের উদ্দেশ্য।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো লিখেছেন, 'স্বাধীনতা দিবস ঘিরে আমরা একটা উদ্যোগ নিয়েছি। “আমাদের রং” নামে এই উদ্যোগ ইউক্রেনের পতাকার প্রতি উত্সর্গিত।' পোরোশেঙ্কো আরও লিখেছেন, 'এটা খুবই প্রতীকী যে, এমন দিনে আমাদের রং মস্কোর সবচেয়ে সেরা অট্টালিকাকেও রাঙিয়ে দিয়েছে। বিশ্বজুড়ে বসবাসকারী ইউক্রেনীয়দের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যে যেখানেই থাকুন না কেন, স্বাধীনতার বার্ষিকীকে ঘিরে আপনাদের বাড়ি, অফিস, গাড়ি আমাদের জাতীয় পতাকার রঙে রাঙান।'