পোষা প্রাণীর জন্য মানুেষের ভালবাসার শেষ নেই। লাখ লাখ ডলার ব্যয় করতেও কার্পণ্য করেন না অনেকে। আর সেটি যদি হয় আহ্বলাদে আটখানা বিড়াল তাহলে তো সারাক্ষণ কোলে কোলেই থাকে সে। ফ্রাঞ্জি’র বিড়ালটিও তেমনি। কোল থেকে নামালেই তার মুখ বেজার। ফ্রাঞ্জিও তাকে সারাক্ষণ কোলে রাখতেই পছন্দ করে। করবেন নাই বা কেন? এ তো যেনতেন বিড়াল না। তিনি ডাকলেই বিড়ালটি ঠিক মানুষের দুই হাতের মতো করে তার সামনের দুই পা তুলে দাঁড়িয়ে যায়। এ যেন মানব শিশুর চেয়ে কোন অংশে কম নয়।
বিড়ালটির এ আচরণে যারপরনাই মুগ্ধ ফ্রাঞ্জি তো বিড়ালটিকে বিশ্বের সবচেয়ে ‘আদরণীয় কিটি (বিড়ালছানার ডাকনাম)’ হিসেবে উল্লেখ করেছেন। ইউটিউবে তিনি ওই ঘটনার ভিডিও ‘Best Kitty Hug Ever’ (বেস্ট কিটি হাগ ইভার) নামে পোস্ট করেছেন।
গত ৪ মে পোস্ট করা মাত্র ১১ সেকেন্ডের ওই ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৭২ লাখ বার দেখা হয়েছে।
বিড়ালটি বিশ্বের সবচেয়ে আদরণীয় বিড়াল কি না- এ ব্যাপারে সন্দেহ থাকলেও ইউটিউবে দেখার দিক থেকে কিন্তু ইতোমধ্যে সে রেকর্ড গড়ে ফেলেছে। সূত্র : ডেইলিমেইল।