ভারতের দ্বিতীয় চন্দ্রযান হিসেবে ‘চন্দ্রায়ন ২’ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ২০১৭ সালে। গতকাল চন্দ্রায়ন ১ ও ২’এর প্রজেক্ট ডিরেক্টর এম আন্নদুরাই এ কথা জানান। 'চন্দ্রায়ন ১' ২০০৮ সালে শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল। চন্দ্রপৃষ্ঠে খনিজ, রাসায়নিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের নিখুঁত ছবি তুলে আনতে যানটি পাঠিয়েছিল ভারত।
ভারতের একটি হাইস্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের সময় এই কথা জানান আন্নাদুরাই। ভারতের মঙ্গলাভিযান নিয়েও আন্নাদুরাইকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গত বছরের ৫ নভেম্বর মঙ্গলের উদ্দেশে রওনা দিয়েছে মহাকাশযানটি। ২৪ সেপ্টেম্বরের মধ্যে মহাকাশযানটি লাল গ্রহে পৌঁছবে বলে আশা দেশটির বিজ্ঞানিদের।