নতুন জাতের গেছো ব্যাঙের সন্ধান পেয়েছে এক ব্রিটিশ ছাত্র। মাদাগাস্কারের ঘন জঙ্গল থেকে এই ব্যাঙের দেখা পেয়েছে স্যামুয়েল প্যানি নামের ওই ব্রিটিশ ছাত্র।
দেখতে সবুজ রঙের এবং মাথা ও পিঠে লাল রঙের ছিটা। এর নাম বুফিস আঙ্কারাফেনসিস। প্রাপ্তবয়স্ক এই ব্যাঙগুলো দুই থেকে তিন সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। একে অন্যের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশে থাকে এরা। এমনকি একই গাছের বিভিন্ন পাতায় তারা অবস্থান করে।
ব্যাঙের নতুন এই জাত নিয়ে পেনি ও কেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা 'জু কীস'(zoo keys) নামের এক সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশ করেন।