সম্প্রতি বিশ্বের সবেচেয়ে বাজে পরিবেশ দূষণকারীর স্বীকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্রের পাওয়ার প্লান্টগুলো।
শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় মার্কিনী পাওয়ার প্লান্টগুলো সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। যার পরিমাণ রাশিয়া, ভারত ও জাপানের সামষ্টিক পরিমাণের থেকেও বেশি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন।
আগামী সপ্তাহেই নিউইয়র্কে বসতে যাচ্ছে ইউএন জলবায়ু সম্মেলন। সেই উপলক্ষেই ‘আমেরিকা’স ডাটিয়েস্ট পাওয়ার প্লান্ট' শিরোনামে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এ সম্পর্কে পরিবেশ বিষয়ক গবেষক এলিজাবেথ আইজ বলেন, 'এখনই সময় বিশ্বের সবচেয়ে বড় দূষণকারীকে পাত্তা না দেয়া বন্ধ করা। সেই সঙ্গে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যাওয়া।'
প্রতিবেদনটিতে বলা হয়, ২০১২ সালে সারা বিশ্বে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডের নির্গমনের ঘটনা ঘটেছে তার ৬ শতাংশের দায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পাওয়ার প্লান্টগুলোর। অন্যদিকে একই বছরে বিদুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমনের ঘটনা ঘটেছে তার ৩০ শতাংশের দায় মাত্র ৫০টি মার্কিনী পাওয়ার প্লান্টের।