অগ্রিম বুকিংয়ের পর বিক্রির ক্ষেত্রেও রেকর্ড করল অ্যাপলের আইফোন সিক্স ও সিক্স প্লাস। শুক্রবারের রাত থেকে বাজারে বিক্রি শুরু হয়েছে অ্যাপলের নতুন দুটি সেট। ইতোমধ্যেই দুটি আইফোন মিলে এক কোটি আইফোন বিক্রি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অ্যাপল প্রধান টিম কুক জানিয়েছেন, ঠিকঠাক যোগান থাকলে ভালোই বিক্রি হবে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে এই সেট দু'টি রেকর্ড করেছিল। এবার এই সেটগুলি যে বাজারে বিক্রির হাওয়া নিয়ে আসবে তা বলাই যায়।
এদিকে, সংস্থাটির শেয়ারের দামও ১২ শতাংশ বাড়তে পারে বলে আন্দাজ করছেন শেয়ারের কারবারিরা। বর্তমানে ১১টি দেশে বিক্রি হচ্ছে এই ফোন।