আর মাত্র কয়েকদিন। তারপর হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গাপূজাকে স্মরণীয় করে রাখতে ভারতের কলকাতায় বেশ চমকপ্রদভাবে তুলে ধরা হবে দুর্গার প্রতিমাকে। শহরের এক মণ্ডপে এবার দেখা যাবে 'থ্রিডি দুর্গা' প্রতিমা। প্রতিমাটি থ্রিডি হলেও এটা দেখতে আলাদা চশমা পরতে হবে না। খালি চোখেই দেবীকে ওই রূপে দেখতে পাবেন সবাই।
ভারতের দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পূজা মণ্ডপে ভারতীয় ঐতিহ্য আর ইতালীয় ও গ্রীক পুরাণের আদলে তৈরি করা হচ্ছে দেবী দুর্গার থ্রিডি প্রতিমূর্তি। আর বাংলার প্রত্যন্ত অঞ্চলের টেরাকোটা মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।
শিল্পী কৌস্তভ চৌধুরী বলেন, থ্রিডিরূপে দেবী দুর্গাই হবে এ বছরের সেরা আকর্ষণ।
দেবীকে থ্রিডিরূপে হাজির করতে দিন-রাত খেটে চলেছেন উজ্জ্বল মিত্র। তিনি বলেন, কম্পিউটারে গ্রাফিক্স কৌশল ব্যবহার করে প্রতিমা তৈরি করা হচ্ছে। এ জন্য হাজার হাজার টন এ-ফোর মাপের কাগজ ব্যবহার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব