যদি এমন হয়, রিকশায় আপনি জ্যামে আটকে গেছেন। চিন্তা নেই রিকশা উড়তে উড়তে আপনাকে নিয়ে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে, তাহলে কেমন হবে?
ভাবনাটা কাল্পনিক হলেও সত্যি সত্যিই উড়ুক্কু রিকশা বানিয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লন্ডনের উপকূলবর্তী এলাকায় এক্সপ্লোরএয়ার নামে একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন চেষ্টা করার পর চলতি বছরের মাঝামাঝি তারা সফল হন উড়ুক্কু রিকশা বানাতে। আর তাদের উদ্ভাবিত এই রিকশার নাম দেয়া হয়েছে ‘পারাভেলো’।
পারাভেলোতে রয়েছে একটি প্যারাসুট এবং হালকা মোটরচালিত প্যারাগ্লাইডার। এক্সপ্লোরএয়ার প্রতিষ্ঠানটিকে প্যারাগ্লাইডার বানিয়ে সহায়তা করেছে ব্রিটিশ প্যারামিটার প্রস্তুতকারক কোম্পানি প্যারাজেট। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি সফলভাবে রিকশার জন্য প্যারাগ্লাইডার বানানো শেষ করে।
পুরো রিকশাটির ওজন হবে প্রায় ৫০ কেজি। তবে সবচেয়ে বড় সুবধিা হলো, রিকশাটি যেকোনো অবস্থায় ভাজ করে রাখা যায়। একটি পারাভেলোর দাম প্রায় ১৬ হাজার ৩০০ ডলার।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ১৪/সালাহ উদ্দীন