বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কী হবে টেস্ট সিরিজে

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজ ২-০ নাকি ১-০ হচ্ছে? গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘২-০ না ১-০ হবে এটা নিয়ে চিন্তা করি না। আমি সব সময় সিরিজ জেতার জন্য চিন্তা করি। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, আর ম্যাচের মধ্যে সেশন বাই সেশন চিন্তা করি।’

ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশ আজ চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে। যদিও শক্তিমত্তায় ক্যারিবীয়দের ওয়ানডে ও টেস্ট দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। করোনার মধ্যে ইংল্যান্ডে গিয়ে টেস্ট জিতেছে উইন্ডিজ। তবে ঘরের মাঠে সাদা পোশাকে সব শেষ সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তাই ক্যারিবীয়দের বিরুদ্ধে আজ বড় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছেন টাইগাররা। অনেক দিন টেস্ট না খেললেও আজ ঘরের মাঠে ফেবারিটের তকমা টাইগারদের গায়েই থাকছে! স্পিন-পেস মিলে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ এক দল। ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার। তবে চট্টগ্রামে খেলা মানেই তো রানের ফোয়ারা ছুটে অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে। এই ভেন্যুতে ৯ টেস্টে ৬টি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। টাইগার ক্যাপ্টেন ৭৫.৪২ গড়ে করেছেন ১০৫৬ রান। যদিও সর্বোচ্চ রান মুশফিকের ১১৩৮। তবে চট্টগ্রামে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় প্রথম চার ব্যাটসম্যানই বাংলাদেশের। বোলিংয়েও দাপট টাইগারদেরই। ১৬ ম্যাচে ৬০ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব। যদিও মাঠে এসব পরিসংখ্যানের কোনো প্রভাব থাকে না, তবে নিঃসন্দেহে এমন সুখ-স্মৃতি বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস। বাড়িয়ে দেয় প্রত্যয়। এমন আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয় নিয়েই আজ খেলতে নামছেন মুমিনুল বাহিনী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর