শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকাই মসলিন হাউস করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই মসলিন হাউস করবে সরকার

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনকে বড় পরিসরে বাণিজ্যিক রূপ দিতে ‘ঢাকাই মসলিন হাউস’ প্রতিষ্ঠা করা হবে। গতকাল জাতীয় বস্ত্র দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ২০১৯ সালে ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণার পর প্রতি বছর দিনটি উদযাপন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এবার জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বস্ত্র খাতের বিশ্বায়ন; বাংলাদেশের উন্নয়ন’। এ উপলক্ষে ৪ ডিসেম্বর ওসমানী মিলনায়তনে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্র খাতকে রক্ষায় অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

সর্বশেষ খবর