শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চার নেতা হত্যার র্পূণ তদন্ত চাই

নিজস্ব প্রতিবেদক

চার নেতা হত্যার র্পূণ তদন্ত চাই

জেলখানায় হত্যাকান্ডের শিকার জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। অবশ্যই এই দুই হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। এই হত্যাকান্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত। জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল সকালে নাজিমুদ্দিন রোডে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে তিনি এ দাবি জানান। সোহেল তাজ বলেন, আমাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বের করে নিয়ে আসা উচিত। হত্যাকান্ডের পেছনে কারা ছিল, কীভাবে কি হয়েছে। আমি মনে করি, সব কিছু জানার অধিকার আছে।

সম্পূর্ণ তদন্ত করে বের করতে হবে। সত্য কিন্তু তেতো হয়। কিন্তু সব কিছু আনতে হবে। সব সত্যকে বের করে আনতে হবে।

এর আগে জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সোহেল তাজ ছাড়াও বঙ্গবন্ধুর অপর ঘনিষ্ঠ সহযোগী শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছোট ছেলে এহসানুজ্জামান স্বপন এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর নাতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর