বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

প্রতিদিন ডেস্ক

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এক বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় গতকাল তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। সূত্র : ডন

আদালত সূত্রের খবর অনুযায়ী, বিচারককে হুমকি দেওয়ার মামলায় এ দিন ইসলামাবাদ আদালতে একটি শুনানি করা হয়। শুনানিতে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা। তবে তা খারিজ করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক মালিক আমান। পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তারা। তা অগ্রাহ্য করা হয়েছে। ইমরান খানের জীবনের ওপর হুমকি থাকা সত্ত্বেও তার নিরাপত্তা ব্যবস্থাও প্রত্যাহার করেছেন আদালত। খবরে বলা হয়, যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেটা মূলত ইমরান খানের একটি বক্তব্য সম্পর্কিত। গত বছর রাষ্ট্রদ্রোহের মামলায় শাহবাজ গিল নামে তার এক রাজনৈতিক সহযোগীকে গ্রেফতার করা হয়। কিন্তু তার জামিন দিতে অস্বীকৃতি জানান আদালত। এরপর ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে এক সমাবেশে ইমরান খান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এর পরই ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় ইমরান খানের বিরুদ্ধে একাধিকবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানা নিয়ে গ্রেফতারের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর লাহোরের বাসভবনে অন্তত দুবার অভিযান চালায় পুলিশ। কিন্তু পিটিআইয়ের নেতা-কর্মীদের বাধার মুখে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর