কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশে চাল-ডালের দাম ভালো না। মানুষ যা আয়-রোজগার করে তা দিয়ে আর সংসার চলে না। দেশের অবস্থা ভালো না। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা বাজারে অন্যান্য দলের কর্মী-সমর্থকদের কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ইংল্যান্ডে বসে কোট-টাই পরে যা খুশি তাই বললে দেশের নেতা হবেন না। দেশের নেতা হতে চাইলে মানুষের প্রিয় হতে হবে। অত টাকার নেশা থাকলে চলে না। ক্ষমতায় থেকে যে হাওয়া ভবন তৈরি করেছিলেন, তার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চান। তিনি আরও বলেন, বিএনপির ভাইয়েরা, আমেরিকা নিয়ে লাফালাফি কইরেন না, তারেক রহমানেরও কিন্তু আমেরিকা ঢোকার সুযোগ নাই। তারও কিন্তু নিষেধাজ্ঞা আছে আমেরিকা যাওয়ার। আপনার নেতার যদি আমেরিকা যেতে নিষেধাজ্ঞা থাকে তাহলে দেশের সাধারণ মানুষের আমেরিকা যেতে নিষেধাজ্ঞা থাকলে আপনাদের কী। নিজের দিকে কেউ তাকিয়ে দেখে না। অন্য জনকে সম্মান করেন। গায়ের জোরে চলবেন না। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস সবুর খানের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল-মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।