দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় অন্য মামলা এবং ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অন্য অভিযানসহ গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর সর্বশেষ খবর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মোট ৩ হাজার ২৯৬ জন। এ অভিযানের আওতায় দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা-রামদা, ১৩টি চাকু-ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি উদ্ধার করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে দেশজুড়ে আমাদের প্রতিদিনের পাঠানো খবর নিচে তুলে ধরা হলো- রাজশাহীতে গ্রেপ্তার আরও ৮ : অভিযানে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রাজশাহী মহানগরীতে তিনজন ও জেলার পাঁচজন। সোমবার গভীর রাতে রাজশাহী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর একজন যুবমৈত্রীর নেতা। তারা বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি।
নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪০ : নারায়ণগঞ্জে বিশেষ এ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ গ্রেপ্তার ২ : নোয়াখালীর হাতিয়াতে অভিযানের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরি একটি পিপ্তল, দেশি তৈরি ওয়ান শুটারগান একটি, বোমাসদৃশ ককটেল ১২টি, গুলি ৯টি, ড্রেগার দুটি, কিরিচ দুটি উদ্ধার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক।
মৌলভীবাজারে গ্রেপ্তার ৪৪ : চলমান এ অভিযানে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
বরিশালে আটক ১৬ : অভিযানে বরিশাল জেলা ও মহানগরী থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয় বলে জেলা ও মহানগর পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, জেলার ১০ থানা এলাকায় অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে।
গাজীপুরে আটক ৮১ : অপারেশনের তৃতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় ৫ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, মহানগরের ৮টি থানায় অপারেশনের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে।
সোনারগাঁয়ে তিন আসামিসহ গ্রেপ্তার ৭ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে করা এক হত্যা মামলার আসামি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান মিয়া ও জামপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ তিন আসামিসহ অন্যান্য মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুরে ১০ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার : ফরিদপুরের বিভিন্ন উপজেলায় গতকাল সকাল পর্যন্ত দুজন প্রতিনিধিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাভারে কুটি মোল্লাসহ ১৪ আসামি গ্রেপ্তার : সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিচালিত ডেভিল হান্ট অপারেশনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজীবের মামা কুটি মোল্লাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।