ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে ফের ধাক্কা খেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষে তার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ইমপিচমেন্ট [অভিশংসন] ভোট ঠেকানোর লক্ষ্যে একটি প্রস্তাব [মোশন] দেশটির সুপ্রিম কোর্ট প্রত্যাখান করেছেন। সংশ্লিষ্ট আদালতের বিচারকরা ৮-১ ভোটে মোশনটি প্রত্যাখান করেন। ইমপিচমেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে এটি ঠেকাতে মোশনটি আনার চেষ্টা করেছিলেন রউসেফ।
ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে ইতোমধ্যে ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন হারিয়েছেন দিলমা রউসেফ। চলতি সপ্তাহে তার রাজনৈতিক মিত্ররা তার সরকারের জোট থেকে সরে গেছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ