ব্রিটিশ মায়েরা তাদের কন্যা সন্তানদের নাম 'সায়ানাইড' রাখতে পারবে না বলে দেশটির এক আদালতের নির্দেশে বলা হয়েছে। এ ধরনের নাম শিশুদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে বলে নির্দেশে বলা হয়। এ সংক্রান্ত প্রথম কোনো মামলায় এ নির্দেশ দিলেন আদালতের বিচারক লেডি জাস্টিস কিং। ওয়েলস অনলাইন তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর পিটিআই'র
ওয়েলসের এক নারী তার যমজ দুই ছেলে সন্তানের নাম 'প্রিচার' রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেইসঙ্গে তার কন্যা সন্তানের নাম সায়ানাইড রাখতে চেয়েছিলেন। সন্তানদের নাম যা খুশি তা রাখার অধিকার তার আছে বলে জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছিলেন যা আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত হয়ে উঠেনি। গতকাল ওয়েলসের একটি আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, ওয়েলসের ওই নারীর দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন, তার মাদক ও অ্যালকোহল নেয়ার অভ্যাস রয়েছে বলে খবরে বলা হয়।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ