বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত জাভেনতেম বিমানবন্দরে বোমা হামলায় হতাহতের ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী জ্যাকুলিন গ্যালেন্ট। শুক্রবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়ছে বিবিসি।
গত ২২ মার্চ ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর এবং মায়েলবিক মেট্রোস্টেশনে পৃথক আত্মঘাতী বোমা হামলা চালায় আইএস। এতে ৩২ জন নিহতের পাশাপাশি তিন শতাধিক আহত হয়। এ হামলার ঘটনার পর সরকারকে দায়ী করে বিরোধী দল যোগাযোগমন্ত্রী জ্যাকুলিনের পদত্যাগ দাবি করে আসছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি গোপন প্রতিবেদন ফাঁস হয়েছে। এতে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে যোগাযোগমন্ত্রী জ্যাকুলিন ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। এরপরই তিনি পদত্যাগ করলেন।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব