পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম থাকায় এবার পদত্যাগ করলেন স্পেনের শিল্পমন্ত্রী জোস ম্যানুয়েল সোরিয়া। শুক্রবার পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রয়টার্স।
সোরিয়া জানান, তত্ত্বাবধায়ক সরকার পিপলস পার্টির (পিপি) যে কোনো ক্ষতি এড়িয়ে যেতেই তিনি পদত্যাগ করছেন। তবে পানামা পেপার্স কেলেঙ্কারিতে অফশোর কোম্পানীর সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়।
ম্যানুয়েল সোরিয়া এমন সময় পদত্যাগ করলেও যখন ডিসেম্বরে অমীমাংসিত নির্বাচনের পর আগামী জুনে দেশটিতে দ্বিতীয় দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ম্যানুয়েলই প্রথম নয়, পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় এ মাসের প্রথমদিকেই পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুন্নলাউগসন।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব