মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) দু'দিনব্যাপী শীর্ষ সম্মেলন। ত্রয়োদশ এই শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মত এ সংস্থার শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে তুরস্ক। একইসঙ্গে আগামী দুই বছরের জন্য দেশটির ওআইসির সভাপতির দায়িত্বও গ্রহণ করার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেন, শিয়া নয়, সুন্নী নয়, আমাদের ধর্ম হচ্ছে শান্তি ও সমঝোতার ধর্ম। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার জন্য ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) অধীনে একটি সংস্থা গঠনেরও প্রস্তাব দেন তিনি।
এরদোগান বলেন, ‘‘মুসলিম বিশ্ব এখন সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি তা হচ্ছে সন্ত্রাসবাদ। মাঠে যেমন সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই প্রয়োজন, তেমনি এসব সংগঠনের আর্থিক ও জনশক্তিকেও টার্গেট করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, সেজন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।''
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব