পরিবেশ দূষণ কমাতে চলতি বছরের শুরুর দিনেই জোড়-বিজোড় তত্ত্ব মেনে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছিল গাড়ি চলাচল। প্রথম পর্বে ব্যাপক সাড়াও মিলেছিল। সুফলও পাওয়া গিয়েছিল। সেদিকে নজর রেখে দেশের রাজধানী দিল্লিতে শুক্রবার থেকে দ্বিতীয় পর্বের জোড়-বিজোড় তত্ত্ব মেনে গাড়ি চলাচল শুরু করল। এই নিয়ম বহাল থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ম বজায় থাকবে। তবে রবিবার এই নিয়ম কার্যকর হবে না। এই ফর্মুলায় একদিকে যেমন দূষণের মাত্রা কমবে, তেমনই যানজটের যন্ত্রণা থেকে রেহাই পাবেন দিল্লিবাসী।
প্রথমবারের মতো দ্বিতীয় পর্বেও জোর সংখ্যার গাড়ি চলবে জোড় তারিখে এবং বিজোড় সংখ্যার গাড়ি চলবে বিজোড় তারিখে। শুক্রবার বিজোড় তারিখ হওয়ায় দিল্লির রাস্তায় বিজোড় সংখ্যার গাড়িকেই পথে নামতে দেখা গেছে। যদিও শুক্রবার রাম নবমীর ছুটি থাকায় এবং আগামী শনিবার ও রবিবার সরকারি ছুটির দিন থাকার ফলে দিল্লিতে অধিকাংশ অফিস, স্কুল-কলেজ বন্ধ। তাই এই ফর্মুলা কতটা সফল হল তা জানতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই নিয়ম লঙ্ঘন করলে দুই হাজার রুপি পর্যন্ত জরিমানা হবে বলে জানা গেছে। যদিও এই নিয়মের বাইরে থাকছে অ্যাম্বুলেন্স, স্কুলের পোশাক পরিহিত স্কুলের বাচ্চা বহনকারী গাড়ি, মহিলা চালিত গাড়ি, ভিআইপি (আপ সরকারের মন্ত্রীরা ছাড়া), সিএনজি চালিত গাড়ি, বাইক। নিময় মেনে গাড়ি না চালানোয় এদিন বিকেল পর্যন্ত পাঁচ শতাধিক গাড়িকে জরিমানা করা হয়েছে।
ফর্মুলা বহাল থাকাকালীন দিল্লিবাসীদের যাতায়াতে যাতে কোন অসুবিধা না হয় তাই মেট্রো পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দিল্লির বিভিন্ন মেট্রো রেল স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। জোড়-বিজোড় তত্ত্বকে বাস্তবায়িত করতে এদিন মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীকেও।
দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করে জানান ‘আজ থেকে জোড়-বিজোড় ফর্মুলা মেনে গাড়ি চলাচল শুরু হল। আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি এবং এই প্রকল্পকে সফল করে তুলি’। জোড়-বিজোড় তত্ত্বকে বাস্তবায়িত করতে এদিন দিল্লির পরিবহন মন্ত্রী গোপাল রাই দিল্লি পরিবহন নিগমের বাসে চেপে অফিসে যান।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব