ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৪।
রবিবার বাংলাদেশ সময় সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
প্রাথমিকভাবে ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ইকুয়েডরের উত্তরপশ্চিম উপকূলের ৩০ কিলোমিটার দূরে আর মাটি থেকে যা ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা আছে কিনা তা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব