ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৮ জনের প্রাণহানি হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে এখবর জানিয়েছে বিবিসি।
রাজধানী কুইটো থেকে ১শ' ৬০ কিলোমিটার দূরে ইকুয়েডরের মুইসনি শহরের কাছে বাংলাদেশ সময় রবিবার সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর স্থানীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। এছাড়া দেশটির ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে উপকূলীয় প্রায় ৩শ' কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব