দক্ষিণ সুদানের বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইথিওপিয়ার সরকার। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেদা অভিযোগ করেন, ‘শুক্রবার দক্ষিণ সুদানের মুর্লে উপজাতিরা গাম্বেলা অঞ্চলে সশস্ত্র হামলা চালায়। এতে দেশটির নারী ও শিশুসহ ১৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ইথিওপিয়ার সেনাবাহিনী হামলাকারীদের ৬০ জনকে হত্যা এবং বাকিরা দক্ষিণ সুদানে পালিয়ে যায়। হামলাকারীরা বেশ কিছু শিশুদের অপহরণ করে দক্ষিণ সুদানে নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব