অবশেষে গ্রেফতার দিল্লির সিরিয়াল ডগ কিলার৷ সিসিটিভি ক্যামেরায় পাওয়া ফুটেজের সূত্র ধরেই উত্তরপ্রদেশের লক্ষৌ থেকে গ্রেফতার করা হয় ২৮ বছরের নকুল মিশ্রকে৷ পেশায় ইঞ্জিনিয়ার নকুল সদ্য চাকরি হারিয়েছেন। এমনকি তার প্রেমিকাও তাকে ছেড়ে চলে গেছে৷ এর উপরে সম্প্রতি তার এক পোষ্যেরও মৃত্যু হয়৷ এই সব কারণেই মানসিক অবসাদে ভুগছিল নকুল৷
গত ১৫ মার্চ দিল্লির গ্রিন পার্ক এলাকায় তিনটি আহত কুকুর ও একটি মৃত কুকুর ছানা দেখতে পাওয়া যায়৷ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় জ্যাকেট পরা এক যুবক কুকুরদের মারধর করছে৷ সেই সূত্র ধরেই নকুলকে গ্রেফতার করে পুলিশ৷ আপাতত নকুলকে দিল্লিতে ট্রানজিট রিমান্ডে রাখা হয়েছে৷ মামলাটি মেডিক্যাল বোর্ডকেও রেফার করা হয়েছে৷
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব