মার্কিন বিমান বাহিনীর একটি নজরদারি বিমানের গতিরোধ করেছে রাশিয়ার সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান। বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় এ বিমানের গতিরোধ করার ঘটনা ঘটেছে। বিমানটির অপেশাদার এবং অনিরাপদভাবে গতিরোধ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
পেন্টাগনের মুখপাত্র দাবি করেন, তার ভাষায় মার্কিন বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল এবং কখনোই এটি রুশ সীমায় ঢোকেনি। গত বৃহস্পতিবারে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে জানান, মার্কিন বিমানটি ছিল আরসি-১৩৫। তিনি আরো বলেন, অপেশাদার এবং অনিরাপদভাবে বিমানের গতিরোধের ঘটনায় এর সব ক্রু মারাত্মকভাকে ক্ষতিগ্রস্ত হতে পারতো।
এর আগে, বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমায় সুখোই-২৪ বিমান নিয়ম না মেনে মার্কিন একটি ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ে গেছে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন এ দাবি করা হলো। অবশ্য মার্কিন এ দাবি নাকচ করে দিয়ে রাশিয়া বলেছে, তারা নিয়ম মেনেই মার্কিন রণতরীর ওপর দিয়ে উড়েছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ