ইকুয়েডরে গতরাতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা অারো বাড়তে পারে বলে দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লা এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন। খবর সিএনএন'র
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলবর্তী শহর মুজনের ২৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে শত শত মাইল দূরের বাড়িঘর কেঁপে উঠে ও ধসে পড়ে। এর প্রভাবে একটি বড় ওভারপাস ধসে পড়ে বলে কর্তৃপক্ষ জানায়।
ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লা টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, 'শনিবার রাতে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল কেন্দ্রীয় উপকূলের অদূরে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ এ ব্যাপারে বিস্তারিত তথ্য আসতে শুরু করেছে। ছটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। তবে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে জানিয়ে তিনি মানুষজনকে বাড়ি ফেরার আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ