সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১১ শ্রমিকের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নিয়মিত রক্ষাণাবেক্ষণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়, সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
আগুন তেমন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলা হয়, কিন্তু আগুনের কারণে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় শ্বাস নিতে না পারার কারণে এসব শ্রমিকদের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়। আহতদের মধ্যে কয়েকজনকে জুবাইল রয়েল কমিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব