রেমন্ড বয়েড গেটস নামের এক ২৯ বছর বয়সি যুবক আমেরিকার কলম্বাসের এক ১৭ বছরের তরুণীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। সেই সময়ে ওই তরুণীর ঘরে পেরিস্কোপ নামের অ্যাপসটি অন করা ছিল।
টুইটারের মালিকানাধীন এই অ্যাপস তার ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমিং-এর সুবিধা দেয়। এই সুযোগেই সেই তরুণীর বান্ধবী তার নিজের মোবাইল থেকে ভিডিওটির লাইভ সম্প্রচার শুরু করেন।
লোনিনা নামের সেই তরুণী ধর্ষণের সেই দৃশ্য পৌঁছে দেন অন্যদের কাছে। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহিও-তে। বান্ধবীর সম্মানহানির দৃশ্য প্রচারের অভিযোগে মারিয়ানা আলেক্সিভনা লোনিনা নামের এই ১৮ বছরের তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে রেমন্ড বয়েড গেটসকেও গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ধর্ষণ ও নগ্নতা সম্প্রচার করার অভিযোগে তাঁদের ৪০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। অবশ্য টুইটার এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পেরিস্কোপে এই ধরনের অশালীনতার সম্প্রচার তারা কখনোই বরদাস্ত করবে না।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-১০