আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শতাধিক মানুষ। খবর বিবিসি ও আল-জাজিরার।
খবরে বলা হয়েছে, কাবুলের একটি সরকারি নিরাপত্তা ভবনের সমানে বাসে এই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণের পর বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটনানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
ইতিমধ্যে তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত অগাস্টে কাবুলে ট্রাক বোমা হামলায় ২৪০ জন আহত হওয়ার পর সেখানে এটিই সবচেয়ে বড় হামলা।
এদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব