গাড়ি চলবে কিন্তু কোন রকম দূষণ হবে না। কারণ গাড়ি চালাতে আর লাগবে না পেট্রল বা ডিজেল। এমন একটি দেশ যেখানে সব গাড়ি চলবে হাইড্রোজেন দিয়ে অথবা বিদ্যুতে। জানেন কি এটা কোন দেশ?
নেদারল্যান্ড হল এমন এক দেশ যেখানে সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হয় রিনিউয়েবল এনার্জি। এই দেশই প্রথম তৈরি করেছিল সৌর আলোকিত রাস্তা।
এবার আরও একবার দেশকে দূষণমুক্ত করতে রিনিউয়েবল এনার্জির সাহায্য নিল ডাচরা। ২০২৫ সালের মধ্যে নেদারল্যান্ডে বন্ধ হয়ে যাবে সব ধরণের পেট্রল ও ডিজেল চালিত গাড়ি।
রাস্তায় চলবে শুধু হাইড্রোজেন চালিত গাড়ি বা বিদ্যুৎ চালিত গাড়ি। এমনই প্রস্তাব এনেছে নেদারল্যান্ডের লেবার পার্টি। যদিও লেবার পার্টির এই প্রস্তাবে অখুশি অনেকেই।
গাড়ি প্রস্তুতকারকদেরও প্রায় মাথায় হাত। লেবার পার্টির এই প্রস্তাব পাশ হলে নেদারল্যান্ডের রাস্তায় চলবে শুধু 'গ্রিন কার'।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০২