ভারতে স্ত্রীকে ধর্ষণ করলে তা অপরাধের আওতায় আনা হতে পারে। এ এ বিষয়ে বিল আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মেনকা গান্ধী।
আজ ‘বেটি বঁচাও, বেটি পড়াও’ প্রচার শুরুর অনুষ্ঠানে হাজির ছিলেন মেনকা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, স্ত্রীকে ধর্ষণ অপরাধ বলে ঘোষণা করার কথা ভাবছে সরকার।
উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় (ধর্ষণ সংক্রান্ত) পারিবারিক হিংসা এবং বৈবাহিক সম্পর্কে যৌন নির্যাতনের মতো ঘটনার উল্লেখ থাকলেও তা ‘অপরাধ’ বলে গণ্য করা হয় না।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা